মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪১৪
৪৫. দ্বিতীয় অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন মিম্বরে দাঁড়াইতেন আমরা তাঁহার মুখামুখি হইয়া বসিতাম । তিরমিযী হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহা শুধু মোহাম্মদ ইবনে ফযলের মাধ্যমে পাওয়া গিয়াছে, অথচ তিনি ছিলেন যয়ীফ। তাঁহার স্মরণশক্তি নষ্ট হইয়া গিয়াছিল।
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَوَى عَلَى الْمِنْبَرِ اسْتَقْبَلْنَاهُ بِوُجُوهِنَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ وَهُوَ ضَعِيفٌ ذَاهِبُ الْحَدِيثِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪১৪ | মুসলিম বাংলা