মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪১৯
- নামাযের অধ্যায়
৪৫. তৃতীয় অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে জুমুআর এক রাকআত পাইয়াছে সে যেন উহার সহিত দ্বিতীয় রাকআত যোগ করে এবং যাহার দুই রাকআতই ফউত হইয়া গিয়াছে সে যেন চারি রাকআত পড়ে অথবা (বলিয়াছেন,) সে যেন যোহর পড়ে (অর্থাৎ, রাবীর সন্দেহ, হুযূর (ﷺ) চারি রাকআত শব্দ বলিয়াছেন, না যোহর শব্দ বলিয়াছেন)। – দারা কুতনী
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «من أدْرك من الْجُمُعَة رَكْعَة فَليصل إِلَيْهَا أُخْرَى وَمَنْ فَاتَتْهُ الرَّكْعَتَانِ فَلْيُصَلِّ أَرْبَعًا» أَو قَالَ: «الظّهْر» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ

হাদীসের ব্যাখ্যা:

পূর্বেই বলা হইয়াছে ইমামকে সালাম ফিরাইবার পূর্বে পাইলেও নামাযে শরীক হইয়া যাইবে এবং সালাম ফিরাইবার পর উহা পূর্ণ করিবে। এখানেও তাহাই হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান