মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪০৩
৪৫. প্রথম অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪০৩। হযরত আনাস (রাঃ) বলেন, যখন শীতের প্রকোপ বাড়িত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর নামায সকালে পড়িতেন আর যখন গরমের প্রকোপ বাড়িত বিলম্ব করিয়া পড়িতেন। -বোখারী
بَابُ الْخُطْبَةِ وَالصَّلَاةِ
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اشْتَدَّ الْبَرْدُ بَكَّرَ بِالصَّلَاةِ وَإِذَا اشْتَدَّ الْحَرُّ أَبْرَدَ بِالصَّلَاةِ. يَعْنِي الْجُمُعَةَ. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪০৩ | মুসলিম বাংলা