মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪০৪
৪৫. প্রথম অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪০৪। হযরত সায়েব ইবনে ইয়াযীদ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ও ওমরের যামানায় জুমুআর দিনে প্রথম আযান হইত যখন ইমাম মিম্বরে বসিতেন। হযরত ওসমান (রাঃ) যখন খলীফা হইলেন এবং লোকের সংখ্যা বাড়িয়া গেল. তখন তিনি যাওরার উপর তৃতীয় আযান বাড়াইয়া দিলেন। -বোখারী
بَابُ الْخُطْبَةِ وَالصَّلَاةِ
وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ: كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الْإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ فَلَمَّا كَانَ عُثْمَانُ وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاء. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
'যাওরা'— মসজিদে নববীর সম্মুখে একটি উঁচু জায়গা। হুযূর (ﷺ) এবং হযরত আবু বকর ও ওমরের যমানায় একটি আযান ও একটি একামত ছিল। আযান দেওয়া হইত যখন ইমাম মিম্বরে বসিতেন আর একামত দেওয়া হইত খোবার শেষে এবং নামাযের পূর্বে। সায়ের এই একামতকেও আযান নাম দিয়াছেন এবং প্রথম ধরিয়াছেন। তাহাতেই হযরত ওসমান কর্তৃক বর্ধিত আযান তৃতীয় আযান হইয়া গিয়াছে—যদিও উহা সবের আগেই দেওয়া হয়। মোটকথা, ইহা হযরত ওসমান (রাঃ) তথা খোলাফায়ে রাশেদীনের যুগের সুন্নত।
