মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪০২
৪৫. প্রথম অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪০২। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, আমরা দুপুরের খানা খাইতাম না এবং বিশ্রামও গ্রহণ করিতাম না জুমুআর পরে ব্যতীত। মোত্তাঃ
بَابُ الْخُطْبَةِ وَالصَّلَاةِ
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: مَا كُنَّا نُقِيلُ وَلَا نَتَغَدَّى إِلَّا بَعْدَ الْجُمُعَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪০২ | মুসলিম বাংলা