মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৯৪
৪৪. দ্বিতীয় অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন
১৩৯৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ জুমুআর সময় তোমাদের কেহ যখন তন্দ্রায় অভিভূত হয়, তখন সে যেন নিজের সেই স্থান হইতে সরিয়া যায়। – তিরমিযী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نَعَسَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ فَلْيَتَحَوَّلْ مِنْ مَجْلِسِهِ ذَلِكَ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
তন্দ্রা দূর করিবার জন্যই এই ব্যবস্থা করা হইয়াছে। স্থান পরিবর্তনের সুবিধা না থাকিলে অন্য উপায়ে উহা দূর করিবে।
