মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৯৫
- নামাযের অধ্যায়
৪৪. তৃতীয় অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন
১৩৯৫। তাবেয়ী হযরত নাফে' (রঃ) বলেন, আমি হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমরকে বলিতে শুনিয়াছি, রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করিয়াছেন কেহ যেন অপর কাহাকেও তাহার স্থান হইতে উঠাইয়া না দেয় এবং নিজে তথায় বসে। নাফে'কে প্রশ্ন করা হইল, ইহা কি শুধু জুমুআর দিনের জন্যই ? তিনি উত্তর করিলেন, জুমুআর দিন এবং তদ্ব্যতীতও। – মোত্তাঃ
كتاب الصلاة
عَنْ نَافِعٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ. قِيلَ لِنَافِعٍ: فِي الْجُمُعَةِ قَالَ: فِي الْجُمُعَة وَغَيرهَا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)