মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৯৩
৪৪. দ্বিতীয় অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন
১৩৯৩। হযরত মুআয ইবনে আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করিয়াছেন জুমুআর দিনে ইমামের খোতবাকালে দুই হাত দ্বারা নালা জড়াইয়া ধরিয়া বসিতে। —তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ مُعَاذِ بْنِ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْحُبْوَةِ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
‘দুই হাত দ্বারা নালা জড়াইয়া'—মূলে 'হাবওয়া' রহিয়াছে। দুই হাঁটু পেট ও বুকের সহিত খাড়া রাখিয়া দুই হাত দ্বারা নালা জড়াইয়া ধরিয়া বসাকে হাবওয়া বলে। এইরূপ বসা অপর সময় নিষেধ নহে। হুযূর (ﷺ) কা'বার সম্মুখে এইরূপ বসিয়াছেন বলিয়া প্রমাণ রহিয়াছে।
