মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৭৮
৪৩. তৃতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয
১৩৭৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) একদল লোক সম্পর্কে বলিয়াছেনঃ যাহারা জুমুআর নামায হইতে সরিয়া থাকিত (সম্ভবত মোনাফেক দল), আমি নিশ্চিতরূপে ইচ্ছা করিয়াছি যে, আমি কাহাকেও আদেশ করিব, সে আমার স্থলে লোকদের ইমামতি করিবে আর আমি যাইয়া সেসকল লোকের ঘরে আগুন ধরাইয়া দিব যাহারা জুমুআর নামায হইতে সরিয়া থাকে। —মুসলিম
عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِقَوْمٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ: «لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلًا يُصَلِّي بِالنَّاسِ ثُمَّ أُحْرِقَ عَلَى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ بُيُوتهم» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, জুমুআর নামায ফরয।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৭৮ | মুসলিম বাংলা