মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৭৯
- নামাযের অধ্যায়
৪৩. তৃতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয
১৩৭৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি জরুরত ব্যতীত জুমুআর নামায তরক করিয়াছে, সে (আল্লাহর নিকট) মোনাফেক বলিয়া লেখা হইয়াছে এমন কিতাবে, যাহার লিখা মুছিয়া ফেলা যায় না এবং পরিবর্তন করাও হয় না। অপর বর্ণনায় আছে, তিনবার তরক করিয়াছে। —শাফেয়ী
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَرَكَ الْجُمُعَةُ مِنْ غَيْرِ ضَرُورَةٍ كُتِبَ مُنَافِقًا فِي كِتَابٍ لَا يُمْحَى وَلَا يُبَدَّلُ» . وَفِي بَعْضِ الرِّوَايَاتِ ثَلَاثًا. رَوَاهُ الشَّافِعِي