মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৭৭
৪৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয
১৩৭৭। হযরত তারেক ইবনে শেহাব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ জুমুআর নামায ফরয প্রত্যেক মুসলমানের উপর জামাআতের সহিত ; কিন্তু চারি ব্যক্তি বাদ ক্রীতদাস, স্ত্রীলোক, নাবালেগ ছেলে এবং রোগী। – আবু দাউদ; কিন্তু শরহে সুন্নাহ্ মাসাবীহের শব্দে তারেকের স্থলে 'বনী ওয়ায়েলের এক ব্যক্তি' রহিয়াছে।
وَعَنْ طَارِقِ بْنِ شِهَابٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا عَلَى أَرْبَعَةٍ: عَبْدٍ مَمْلُوكٍ أَوِ امْرَأَةٍ أَوْ صَبِيٍّ أَوْ مَرِيضٍ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي شَرْحِ السُّنَّةِ بِلَفْظِ الْمَصَابِيحِ عَنْ رَجُلٍ مِنْ بني وَائِل
