মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৭৬
- নামাযের অধ্যায়
৪৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয
১৩৭৬। হযরত আবু হুরায়রা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ জুমুআর নামায তাহার উপর ফরয, যে রাতে আপন বাড়ীতে পৌঁছিতে পারে (অর্থাৎ, যে ব্যক্তি মুসাফির নহে)। —তিরমিযী, তিনি বলিয়াছেন, ইহার সনদ যয়ীফ।
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْجُمُعَةُ عَلَى مَنْ آوَاهُ اللَّيْلُ إِلَى أَهْلِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث إِسْنَاده ضَعِيف
tahqiqতাহকীক:তাহকীক চলমান