মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৭৫
৪৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয
১৩৭৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে আযান শুনিয়াছে তাহার প্রতি জুমুআ ফরয। – আবু দাউদ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عَلَيْهِ وَسلم: «الْجُمُعَةُ عَلَى مَنْ سَمِعَ النِّدَاءَ» . رَوَاهُ أَبُو دَاوُد
