মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৭৪
৪৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয
১৩৭৪। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে বিনা ওযরে জুমুআর নামায ছাড়িয়াছে, সে যেন এক দীনার দান করে। যদি তাহাতে সমর্থ না হয় তবে, অর্ধ দীনার । – আমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَن سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَرَكَ الْجُمُعَةَ مِنْ غَيْرِ عُذْرٍ فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ فَإِنْ لَمْ يَجِدْ فَبِنِصْفِ دِينَارٍ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

দীনার—স্বর্ণ-মুদ্রাবিশেষ। আড়াই টাকার সমান। ইহা তাহার কার্যের জরিমানা। নামাযের পরিবর্তে কাফফারা নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৭৪ | মুসলিম বাংলা