মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৭০
৪৩. প্রথম অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয।

কোরআনে বলা হইয়াছেঃ

إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ

“জুমুআর দিন যখন নামাযের জন্য আহ্বান করা হয় তাড়াতাড়ি আল্লাহর যিকিরের প্রতি ধাবিত হও।” যিকির অর্থে এখানে নামায ও খোতবাকে বুঝান হইয়াছে। এই অধ্যায়ের হাদীসসমূহ আসলে এই আয়াতেরই ব্যাখ্যা। —অনুবাদক
১৩৭০। হযরত ইবনে ওমর ও আবু হুরায়রা (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি মিম্বরের কাঠের উপর (দাঁড়াইয়া) বলিতেছেন, লোক হয়তো জুমুআর নামায তরক করা হইতে বিরত থাকিবে, না হয় আল্লাহ্ তা'আলা তাহাদের অন্তরের উপর মোহর অংকিত করিয়া দিবেন, অতঃপর তাহারা নিশ্চয় গাফেলদের অন্তর্গত হইয়া যাইবে। —মুসলিম
بَابُ وُجُوْبِهَا
عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا قَالَا: سَمِعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ: «لِيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কোরআনে বলা হইয়াছেঃ ولا تكن مِنَ الْغَافِلِينَ “গাফেলদের অন্তর্গত হইও না!” 'গাফেল' অর্থ, অলস, অমনোযোগী। এখানে ইহার অর্থ—আল্লাহর স্মরণে অমনোযোগী —যাহার জন্য শাস্তি অবধারিত। ইহাতে বুঝা গেল, জুমুআর নামায ফরয।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৭০ | মুসলিম বাংলা