মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৭১
৪৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয
১৩৭১। হযরত আবুল জা'দ যুমায়রী (বিশুদ্ধ 'যামিরী') বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি অবহেলাবশত পর পর তিন জুমুআর নামায ছাড়িয়া দিয়াছে, আল্লাহ্ তা'আলা তাহার অন্তরের উপর মোহর অংকিত করিয়া দিয়াছেন। আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী। এবং ইমাম আহমদ তাবেয়ী আবু কাতাদা প্রমুখাৎ বর্ণনা করিয়াছেন।
عَنْ أَبِي الْجَعْدِ الضُّمَيْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَرَكَ ثَلَاثَ جُمَعٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي

হাদীসের ব্যাখ্যা:

মোহর অংকিত করার অর্থ, নেক কাজের প্রবৃত্তি নষ্ট করা। তাহার অন্তরে আর নেক কাজের প্রবৃত্তি জন্মিবে না। ইহা তাহার কর্মের দরুনই হইল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান