মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৬৯
৪২. তৃতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৬৯। হযরত আনাস (রাঃ) বলেন, যখন রজব মাস আসিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, আল্লাহ্! আপনি আমাদের জন্য রজব ও শা'বান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমযান পর্যন্ত বাঁচাইয়া রাখুন। রাবী বলেন, তিনি আরও বলিতেন, জুমুআর রাত্রি একটি উজ্জ্বল রাত্রি এবং জুমুআর দিন একটি উজ্জ্বল দিন।—বায়হাকী দা'ওয়াতুল কবীরে
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ» قَالَ: وَكَانَ يَقُولُ: «لَيْلَةُ الْجُمُعَةِ لَيْلَةٌ أَغَرُّ وَيَوْمُ الْجُمُعَةِ يَوْمٌ أَزْهَرُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي الدَّعَوَاتِ الْكَبِيرِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৬৯ | মুসলিম বাংলা