মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৬৬
৪২. তৃতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৬৬। হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ জুমুআর দিন আমার প্রতি বেশী করিয়া দরূদ পাঠ করিবে। কেননা, উহা হাযিরির দিন, উহাতে ফিরিশতাগণ (আল্লাহর বিশেষ রহমত লইয়া) হাযির হইয়া থাকেন। তোমাদের যে কেহ (যে কোন দিন) আমার প্রতি দরূদ পাঠ করিবে, নিশ্চয় উহা আমার নিকট পেশ করা হইবে যাবৎ না সে উহা হইতে অবসর গ্রহণ করিবে। রাবী বলেন, আমি বলিলাম, মৃত্যুর পরেও কী ? হুযূর (ﷺ) বলিলেন, (মৃত্যুর পরেও কেননা,) আল্লাহ্ তা'আলা নবীদের শরীর খাওয়াকে মাটির প্রতি হারাম করিয়া দিয়াছেন। সুতরাং তথায় আল্লাহর নবী জিন্দা, (জিন্দাদের ন্যায় তথায়) তাঁহাকে রিযিক দেওয়া হইতেছে। —ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا الصَّلَاةَ عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ فَإِنَّهُ مَشْهُودٌ تَشْهَدُهُ الْمَلَائِكَةُ وَإِنَّ أحدا لن يُصَلِّي عَلَيَّ إِلَّا عُرِضَتْ عَلَيَّ صَلَاتُهُ حَتَّى يَفْرُغَ مِنْهَا» قَالَ: قُلْتُ: وَبَعْدَ الْمَوْتِ؟ قَالَ: «إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ فَنَبِيُّ اللَّهِ حَيٌّ يُرْزَقُ» . رَوَاهُ ابْنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
সুতরাং হইতে শেষ পর্যন্ত বাক্যটি সম্ভবত আবুদ্দারদারই।
