মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৬৭
৪২. তৃতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৬৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন মুসলমান যদি জুমুআর দিনে অথবা জুমুআর রাতে মারা যায়, আল্লাহ্ তা'আলা নিশ্চয় তাহাকে কবরের ফেতনা হইতে রক্ষা করেন। — আহমদ ও তিরমিযী। কিন্তু তিরমিযী বলেন, হাদীসটি গরীব, উপরন্তু তাহার সনদও মোত্তাসিল নহে বরং মোনকাতে।
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلَّا وَقَاهُ اللَّهُ فِتْنَةَ الْقَبْرِ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَاده بِمُتَّصِل
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটিকে আহমদ, বায়হাকী এবং শীরাযীও বর্ণনা করিয়াছেন। ‘ফেতনা' অর্থে এখানে মোনকার ও নকীরের প্রশ্ন অথবা কবরের আযাবকেই বুঝান হইয়াছে। সাহাবী জাবের প্রমুখাৎ বর্ণিত হাদীসে — যাহা আবু নোআইম তাঁহার 'হিলয়া' কিতাবে বর্ণনা করিয়াছেন—কবর আযাবেরই পরিষ্কার উল্লেখ রহিয়াছে।
