মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৬৫
৪২. তৃতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৬৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদিন নবী করীম (ﷺ)কে জিজ্ঞাসা করা হইল, হুযূর! জুমুআর দিনকে জুমুআর দিন কেন বলা হয় (জুমুআর অর্থ তো একত্র করা, সমাবেশ) ? হুযূর (ﷺ) উত্তর করিলেন, কেননা, সেইদিন তোমার পিতা আদম (আঃ)-এর কাদামাটি একত্র করা হইয়াছে, উহাতেই বিশ্বের ধ্বংসসাধন ও জীবকুলকে পুনরায় উঠান হইবে, উহাতেই কঠোরভাবে কাফেরদের পাকড়াও করা হইবে এবং উহারই শেষ তিন মুহূর্তের মধ্যে এমন একটি মুহূর্ত রহিয়াছে, যদি কেহ তখন আল্লাহকে ডাকে, আল্লাহ্ তাহার ডাকে সাড়া দেন। —আহমদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قِيلَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِأَيِّ شَيْءٍ سُمِّيَ يَوْمَ الْجُمُعَةِ؟ قَالَ: «لِأَنَّ فِيهَا طُبِعَتْ طِينَةُ أَبِيكَ آدَمَ وَفِيهَا الصَّعْقَةُ وَالْبَعْثَةُ وَفِيهَا الْبَطْشَةُ وَفِي آخِرِ ثَلَاثِ سَاعَاتٍ مِنْهَا سَاعَةٌ مَنْ دَعَا الله فِيهَا اسْتُجِيبَ لَهُ» . رَوَاهُ أَحْمد
