মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৬৪
৪২. তৃতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৬৪। কিন্তু ইমাম আহমদ সা'দ ইবনে মুআয প্রমুখাৎ এইরূপ বর্ণনা করিয়াছেন, একদা আনসারীদের মধ্য হইতে এক ব্যক্তি আসিয়া নবী করীম (ﷺ)-কে জিজ্ঞাসা করিল, হুযূর ! জুমুআর দিন সম্পর্কে আমাদের কিছু বলুন, উহাতে কি কল্যাণ রহিয়াছে? উত্তরে হুযূর বলিলেন, উহাতে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় রহিয়াছে— শেষ পর্যন্ত।
وَرَوَى أَحْمَدُ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ: أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَخْبِرْنَا عَنْ يَوْمِ الْجُمُعَةِ مَاذَا فِيهِ مِنَ الْخَيْرِ؟ قَالَ: «فِيهِ خَمْسُ خلال» وسَاق الحَدِيث
