মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৫৬
- নামাযের অধ্যায়
৪২. প্রথম অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৫৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এমন সকল দিন অপেক্ষা — যাহাতে সূর্য উদিত হয়, জুমুআর দিনই হইল উত্তম দিন। জুমুআর দিনেই হযরত আদমকে সৃষ্টি করা হইয়াছে, উহাতেই তাহাকে বেহেশতে দাখিল করা হইয়াছে এবং উহাতেই তাহাকে তথা হইতে বাহির করা হইয়াছে, আর জুমুআর দিন ব্যতীত কেয়ামত কায়েম হইবে না। মুসলিম
كتاب الصلاة
بَابُ الْجُمُعَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيه أخرج مِنْهَا وَلَا تقوم السَّاعَة لَا فِي يَوْم الْجُمُعَة» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
জুমুআর দিনে আদমকে সৃষ্টি করা এবং ঐ দিনে তাঁহাকে বেহেশত দেওয়ার মধ্যে যেরূপ ফযীলত রহিয়াছে, তদ্রূপ তাঁহাকে ঐ দিনে বেহেস্ত হইতে বাহির করিয়া দেওয়ার মধ্যেও ফযীলত রহিয়াছে। ইহার দরুনই দুনিয়াতে আদমকে খলীফা করার আল্লাহর ইচ্ছা পূর্ণ হইয়াছে এবং ইহার দরুনই দুনিয়াতে এত নবী-রাসূল প্রেরণ সম্ভবপর হইয়াছে।