মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৫৭
৪২. প্রথম অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৫৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : জুমুআর দিনে এমন একটি ক্ষণ রহিয়াছে, যদি কোন মু'মিন বান্দা উহাকে পায় এবং উহাতে আল্লাহ্র নিকট কোন মঙ্গল প্রার্থনা করে, আল্লাহ্ নিশ্চয় তাহাকে উহা দান করেন।--মোত্তাঃ

কিন্তু মুসলিম ইহা অধিক বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ছাঃ) ইহাও বলিয়াছেন যে, ইহা অভি অল্প সময়। বোখারী ও মুসলিম উভয়ের অপর বর্ণনায় আছে, হুযুর (ছাঃ) বলিয়াছেন, জুমুআর দিন এমন একটি ক্ষণ রহিয়াছে, যদি কোন মুসলমান নামায পড়া অবস্থায় উহাকে পায় এবং আল্লাহর নিকট কোন মঙ্গল প্রার্থনা করে, আল্লাহ্ তাহাকে উহা নিশ্চয় দান করেন।
بَابُ الْجُمُعَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ فِي الْجُمُعَةِ لَسَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ فِيهَا خَيْرًا إِلَّا أعطَاهُ إِيَّاه. وَزَاد مُسلم: «وَهِيَ سَاعَةٌ خَفِيفَةٌ» . وَفِي رِوَايَةِ لَهُمَا قَالَ: «إِنَّ فِي الْجُمُعَةِ لَسَاعَةً لَا يُوَافِقُهَا مُسْلِمٌ قَائِم يُصَلِّي يسْأَل لاله يخرا إِلَّا أعطَاهُ إِيَّاه»
tahqiqতাহকীক:তাহকীক চলমান