মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৫৫
৪২. প্রথম অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৫৫। মুসলিমের অপর রেওয়ায়তে সেই আবু হুরায়রা ও হুযায়ফা (রাঃ) হইতে বর্ণিত আছে, তাহারা বলিয়াছেন, হাদীসের শেষ দিকে রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দুনিয়ার অধিবাসীদের মধ্যে আমরা পরবর্তী আর কেয়ামতের দিনে প্রথম- যাহাদের জন্য (হিসাব-কিতাব ও বেহেশতে প্রবেশের) আদেশ সমস্ত সৃষ্টির পূর্বে দেওয়া হইবে।
بَابُ الْجُمُعَةِ
وَفِي رِوَايَة لمُسلم عَن أبي هُرَيْرَة وَعَنْ حُذَيْفَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ الْحَدِيثِ: «نَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ الْمقْضِي لَهُم قبل الْخَلَائق»
