মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৫৩
- নামাযের অধ্যায়
৪১. তৃতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৫৩। তাবেয়ী নাফে' বলেন, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) তাঁহার পুত্র ওবায়দুল্লাহকে সফরে নফল নামায পড়িতে দেখিতেন, কিন্তু তাঁহাকে বাধা দিতেন না। —মালেক
كتاب الصلاة
وَعَنْ نَافِعٍ قَالَ: إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَرَى ابْنَهُ عُبَيْدَ اللَّهِ يَتَنَفَّلُ فِي السَّفَرِ فَلَا يُنْكِرُ عَلَيْهِ. رَوَاهُ مَالِكٌ
হাদীসের ব্যাখ্যা:
সফরে সুন্নত নফল পড়া সম্পর্কে হাদীস বিভিন্ন রকমের রহিয়াছে। সাহাবা ও তাবেয়ীনদের অধিকাংশের মতে ইহা জায়েয। রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কা বিজয়ের দিন 'সালাতু্য যোহা' পড়িয়াছিলেন, ইহা বিশ্বস্তসূত্রে প্রমাণিত, তবে ইহার প্রতি তাঁহারা অধিক গুরুত্ব আরোপ করিতেন না। হযরত আবদুল্লাহ্ ইবনে ওমরও তাহাই করিতেন। যাঁহারা গুরুত্ব আরোপ করিতেন, তাহাদের তিনি নিষেধ করিতেন, যেমন হাফস ইবনে আসেমের হাদীসে রহিয়াছে। অন্যথায় তিনি নিষেধ করিতেন না।