মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৫২
৪১. তৃতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৫২। হযরত বারা (রাঃ) বলেন, আমি ১৮টি সফরে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গী ছিলাম। কোন সফরেই আমি তাহাকে সূর্য ঢলিয়া যাওয়ার পর এবং যোহরের পূর্বে দুই রাকআত (নফল) নামায ছাড়িয়া দিতে দেখি নাই। – আবু দাউদ ও তিরমিযী। কিন্তু তিরমিযী বলেন, হাদীসটি গরীব।
وَعَن الْبَراء قَالَ: صَحِبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيَةَ عَشَرَ سَفَرًا فَمَا رَأَيْتُهُ تَرَكَ رَكْعَتَيْنِ إِذَا زَاغَتِ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৫২ | মুসলিম বাংলা