মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৫১
৪১. তৃতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৫১। ইমাম মালেকের নিকট এই কথা পৌঁছিয়াছে যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) মক্কা ও তায়েফের মধ্যকার ব্যবধানে, মক্কা ও উসফানের ব্যবধানে এবং মক্কা ও জিদ্দার ব্যবধানে নামায কসর পড়িতেন। ইমাম মালেক বলেন, ইহা চারি ডাক পরিমাণ (প্রায় ৪৮ মাইল)। — মোয়াত্তা
وَعَن مَالك بَلَغَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ كَانَ يَقْصُرُ فِي الصَّلَاة فِي مثل مَا يكون بَين مَكَّة والطائف وَفِي مثل مَا يكون بَيْنَ مَكَّةَ وَعُسْفَانَ وَفَى مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَجُدَّةَ قَالَ مَالِكٌ: وَذَلِكَ أَرْبَعَةُ بُرُدٍ. رَوَاهُ فِي الْمُوَطَّأ
