মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৫০
৪১. তৃতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৫০। হযরত ইবনে আব্বাস ও ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সফরের নামায দুই রাকআত পড়ার নিয়ম প্রবর্তন করিয়াছেন এবং এই দুই রাকআতই হইল (সফরের) পূর্ণ নামায, কসর নহে। এতদ্ব্যতীত সফরে বিতির পড়াও রাসূলুল্লাহর নিয়ম। —ইবনে মাজাহ্
وَعَن ابْن عَبَّاس وَعَنِ ابْنِ عُمَرَ قَالَا: سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ السَّفَرِ رَكْعَتَيْنِ وَهُمَا تَمَامٌ غَيْرُ قَصْرٍ وَالْوِتْرُ فِي السَّفَرِ سنة. رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

এসকল হাদীস হইতেও সফরে কসর পড়া ওয়াজিব বলিয়া নিঃসন্দেহে বুঝা যায়। আর ইহাই হইল ইমাম আ'যমের মত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান