মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৪৯
৪১. তৃতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৪৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ্ তা'আলা তোমাদের নবী (ﷺ)-এর মাধ্যমে হযরে নামায চারি রাকআতই ফরয করিয়াছেন এবং সফরে দুই রাকআত। আর সফরের সময় এক এক রাকআত। (সন্ত্রাসের বিবরণ পরে আসিবে।) — মুসলিম
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: فَرَضَ اللَّهُ الصَّلَاةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَضَرِ أَرْبَعًا وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَفِي الْخَوْف رَكْعَة. رَوَاهُ مُسلم
