মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৪২
৪১. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৪২। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর সহিত যুদ্ধ করিয়াছি এবং তাঁহার সহিত মক্কা বিজয় অভিযানেও হাযির রহিয়াছি। তিনি মক্কায় ১৮ রাত অবস্থান করিয়াছিলেন। সে সময় তিনি দুই রাকআত ছাড়া (ফরয) নামায পড়িতেন না। তিনি মুকীমদিগকে বলিয়া দিতেন, হে শহরবাসীগণ, তোমরা (উঠিয়া) চারি রাকআত পূর্ণ কর। আমরা মুসাফির। –আবু দাউদ
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَهِدْتُ مَعَهُ الْفَتْحَ فَأَقَامَ بِمَكَّةَ ثَمَانِيَ عَشْرَةَ لَيْلَةً لَا يُصَلِّي إِلَّا رَكْعَتَيْنِ يَقُولُ: «يَا أَهْلَ الْبَلَدِ صَلُّوا أَرْبَعًا فَإِنَّا سَفْرٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

ইবনে আব্বাসের হাদীসে ১৯ দিন অবস্থানের কথা বলা হইয়াছে। ইমরান সম্ভবত উপস্থিতির দিন অথবা প্রস্থানের দিনকে ধরেন নাই। এ হাদীস হইতে বুঝা গেল যে, মোকতাদী মুকীম হইলে নামায কসর করার ব্যাপারে মুসাফির ইমামের অনুসরণ করিবে না; বরং ইমামের সালাম ফিরানোর পর বাকী দুই রাকআত পড়িয়া লইবে। কিন্তু ইমাম মুকীম হইলে মুসাফির তাঁহার অনুসরণ করিবে এবং নামায তাঁহার সহিত চারি রাকআত পড়িবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৪২ | মুসলিম বাংলা