মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৪৩
৪১. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৪৩। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর সহিত সফরে দুই রাকআত যোহর পড়িয়াছি এবং উহার পর দুই রাকআত (সুন্নত ) পড়িয়াছি। অপর এক বর্ণনায় আছে, ইবনে ওমর (রাঃ) বলেন, হযরে ও সফরে আমি নবী করীম (ﷺ)-এর সহিত নামায পড়িয়াছি। হযরে পড়িয়াছি তাহার সহিত যোহর চারি রাকআত এবং উহার পর (সুন্নত) দুই রাকআত। সফরে তাঁহার সহিত যোহর পড়িয়াছি দুই রাকআত এবং উহার পর (সুন্নত) দুই রাকআত। আছর পড়িয়াছি দুই রাকআত। উহার পর হুযূর (ﷺ) কোন নামায পড়েন নাই। মাগরিব পড়িয়াছেন হযরে ও সফরে সমানভাবে—তিন রাকআত। উহা হযর ও সফর কোন অবস্থাতেই বেশী বা কম হয় না—উহা হইতেছে দিনের বিতির; আর উহার পর পড়িয়াছেন (সুন্নত) দুই রাকআত। —তিরমিযী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ فِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَفِي رِوَايَةٍ قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَضَرِ وَالسَّفَرِ فَصَلَّيْتُ مَعَهُ فِي الْحَضَرِ الظُّهْرَ أَرْبَعًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَهُ فِي السَّفَرِ الظُّهْرَ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ وَلَمْ يُصَلِّ بَعْدَهَا شَيْئًا وَالْمَغْرِبُ فِي الْحَضَرِ وَالسَّفَرِ سَوَاءٌ ثَلَاثُ رَكَعَاتٍ وَلَا يَنْقُصُ فِي حَضَرٍ وَلَا سَفَرٍ وَهِيَ وِتْرُ النَّهَارِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইহা হইতে বুঝা যায় যে, সফরে সুন্নত-নফল পড়ার ব্যবস্থা রহিয়াছে; কিন্তু উপরের হাফস ইবনে আসেমের হাদীসে ইহার বিপরীত বুঝা গিয়াছে। সম্ভবত নবী করীম (ﷺ) অধিকাংশ সময় পড়িতেন না এবং কোন কোন সময় পড়িতেন। সেখানে তাহারা উহা অতি গুরুত্ব সহকারে পড়িতেছেন দেখিয়াই ইবনে ওমর (রাঃ) তাহাদের নিষেধ করিয়াছিলেন। (হযর বলে সফরের বিপরীত ঘর-বাড়ীতে থাকা অবস্থাকে।)
