মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৪১
৪১. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৪১। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সকল, রকমই করিয়াছেন, কসরও করিয়াছেন এবং পূর্ণও পড়িয়াছেন। —শরহে সুন্নাহ্
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ ذَلِكَ قَدْ فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَصَرَ الصَّلَاةَ وَأَتَمَّ. رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

দারা কুতনী হাদীসটিকে বিশ্বস্ত বলিয়াছেন। পক্ষান্তরে ফিরুজাবাদী ইহার বিশ্বস্ততা সম্পর্কে সন্দেহ প্রকাশ করিয়াছেন। হুযূর (ﷺ) সফরে সর্বদা কসর করিয়াছেন বলিয়াই ওলামা সাধারণের মত ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৪১ | মুসলিম বাংলা