মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৪০
৪১. প্রথম অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৪০। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ফরয ব্যতীত রাতের নামায আপন সওয়ারীর উপরে ইশারার সহিত পড়িতেন, যে দিকে সওয়ারী তাহাকে লইয়া চলিত। এইরূপে তিনি বিতিরও সওয়ারীর উপরই পড়িতেন। —মোত্তাঃ
بَابُ صَلَاةِ السَّفَرِ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ يُومِئُ إِيمَاءً صَلَاةَ اللَّيْلِ إِلَّا الْفَرَائِضَ وَيُوتِرُ على رَاحِلَته
হাদীসের ব্যাখ্যা:
সফরে তিনি দিনের সুন্নত নফল নামাযও সওয়ারীর উপরে পড়িতেন বলিয়া অপর হাদীসে রহিয়াছে। এইরূপে বিতিরের নামায সওয়ারী হইতে নীচে নামিয়া পড়িতেন বলিয়াও হাদীসে রহিয়াছে। হানাফীগণ ইহাকেই (বিতির নীচে নামিয়া পড়াকেই) গ্রহণ করিয়াছেন।
‘ইশারার সহিত’—অর্থাৎ, রুকূ এবং সজদা ইশারা দ্বারা করিতেন। রুকূ অপেক্ষা সজদার জন্য মাথা অধিক নীচু করিতেন।
‘ইশারার সহিত’—অর্থাৎ, রুকূ এবং সজদা ইশারা দ্বারা করিতেন। রুকূ অপেক্ষা সজদার জন্য মাথা অধিক নীচু করিতেন।
