মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৩৬
৪১. প্রথম অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৩৬। হযরত আনাস (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মদীনা হইতে মক্কা রওয়ানা হইয়াছিলাম। (দেখিলাম) তিনি ফরয নামায দুই রাকআত দুই রাকআত পড়িলেন, যাবৎ না আমরা মদীনায় প্রত্যাবর্তন করিলাম। এসময় আনাসকে কেহ জিজ্ঞাসা করিল, আপনারা কি তথায় কিছুদিন অবস্থান (একামত) করিয়াছিলেন? তিনি বলিলেন, দশ দিন অবস্থান করিয়াছিলাম। -মোত্তাঃ
بَابُ صَلَاةِ السَّفَرِ
وَعَنْ أَنَسٍ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ قِيلَ لَهُ: أَقَمْتُمْ بِمَكَّة شَيْئا قَالَ: «أَقَمْنَا بهَا عشرا»

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, ১০ দিন অবস্থানে মুসাফির মুকীম হয় না। ইমাম আ'যমের ইহাই মত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৩৬ | মুসলিম বাংলা