মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৩৫
৪১. প্রথম অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৩৫। সাহাবী হযরত ইয়া'লা ইবনে উমাইয়া (রাঃ) বলেন, আমি হযরত ওমর ইবনুল খাত্তাবকে বলিলাম, (ব্যাপার কি?) আল্লাহ্ তা'আলা বলিতেছেন, "যদি তোমরা ভয় কর কাফেররা তোমাদিগকে কোন বিপদে ফেলিবে, তাহা হইলে তোমরা 'কসর' করিতে পার।" আর এখন তো মানুষ (অর্থাৎ, মুসলমানরা) সম্পূর্ণ নিরাপদ (তথাপি আমরা 'কসর' করি কেন ?) ওমর (রাঃ) বলিলেন, আপনি যেরূপ আশ্চর্য বোধ করিতেছেন আমিও আপনার ন্যায় আশ্চর্য বোধ করিতাম। একদা আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা জিজ্ঞাসা করিলাম। উত্তরে তিনি বলিলেন ইহা একটি দান, যাহা আল্লাহ্ তোমাদের প্রতি দান করিয়াছেন, সুতরাং তোমরা তাহার দান গ্রহণ করিবে। মুসলিম
بَابُ صَلَاةِ السَّفَرِ
وَعَن يعلى بن أُميَّة قَالَ: قلت لعمر بن الْخطاب: إِنَّمَا قَالَ اللَّهُ تَعَالَى (أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا)

فَقَدْ أَمِنَ النَّاسُ. قَالَ عُمَرُ: عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: «صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوا صدقته» رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

'সুতরাং তোমরা তাঁহার দান গ্রহণ করিবে' – অন্যথায় তাঁহার দানের অমর্যাদা করা হইবে। ভয়ের কথা শুধু তখনকার অবস্থার পরিপ্রেক্ষিতেই বলা হইয়াছিল, শর্তরূপে নহে। ইহা দ্বারা বুঝা যায় যে, সফরে কসর' করা ওয়াজিব। ইমাম আ'যম আবু হানীফা (রঃ) তাহাই বলেন। সফরে নামায (অর্ধেক) মাফ করিয়া দেওয়া হইয়াছে। রোযা মাফ করা হয় নাই। শুধু তখনকার জন্য না রাখার অনুমতি দেওয়া হইয়াছে। অতএব, সক্ষম ব্যক্তির পক্ষে সফরে রোযা রাখা জায়েয। সকলের সহিত রাখাই তাহার পক্ষে সহজতর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৩৫ | মুসলিম বাংলা