মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৩৭
৪১. প্রথম অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৩৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সফর করিলেন এবং তথায় ১৯ দিন অবস্থান করিলেন, অথচ নামায পড়িলেন দুই রাকআত দুই রাকআত। ইবনে আব্বাস বলেন, সুতরাং আমরা আমাদের এখান (মদীনা) ও মক্কার পথের পরিমাণ ১৯ দিন সময় (অবস্থানে) নামায দুই রাকআত দুই রাকআত পড়িয়া থাকি। অবশ্য যখন ইহা হইতে অধিক অবস্থান করি চারি রাকআতই পড়ি। – বোখারী
بَابُ صَلَاةِ السَّفَرِ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَافَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَفَرًا فَأَقَامَ تِسْعَةَ عَشَرَ يَوْمًا يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ قَالَ ابْنُ عَبَّاسٍ: فَنَحْنُ نُصَلِّي فِيمَا بَيْنَنَا وَبَيْنَ مَكَّةَ تِسْعَةَ عَشَرَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فَإِذَا أَقَمْنَا أَكْثَرَ مِنْ ذَلِك صلينَا أَرْبعا. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

মক্কা ও মদীনার মধ্যে তৎকালে দুইটি পথ ছিল। একটি পাহাড়ী পথ, যাহাতে সময় কম লাগিত, অপরটি ময়দানের পথ, যাহাতে ১৯ দিন সময় লাগিত।
ইবনে আব্বাসের এ হাদীস হইতে বুঝা যায় যে, কোথাও ১৯ দিনের অধিক অবস্থানের নিয়ত না করিলে মুসাফির মুকীম হয় না।
পক্ষান্তরে তাহাবী কর্তৃক তাহার অপর হাদীসে ১৫ দিনের নিয়ত করিলেই মুকীম হয় বলা হইয়াছে। ইমাম আ'যম (রঃ) ইহাই বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৩৭ | মুসলিম বাংলা