মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩২৬
৩৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নফল সালাত
১৩২৬। হযরত বুরায়দা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) সকালে উঠিয়া বেলালকে ডাকিলেন এবং বলিলেনঃ (বেলাল) কি কাজের দরুন তুমি আমার পূর্বে বেহেশতে পৌঁছিলে? – আমি যখনই বেহেশতে পৌঁছিয়াছি আমার সম্মুখে তোমার জুতার শব্দ শুনিয়াছি। তখন বেলাল বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি যখনই আযান দিয়াছি তখনই দুই রাকআত নফল নামায পড়িয়াছি এবং যখনই আমার ওযূ গিয়াছে তখনই আমি ওযু করিয়াছি এবং মনে করিয়াছি, আল্লাহর উদ্দেশ্যে আমার দুই রাকআত নামায পড়িতে হইবে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, এই দুই কাজের দরুনই। —তিরমিযী
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: أَصْبَحَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِلَالًا فَقَالَ: «بِمَ سَبَقْتَنِي إِلَى الْجَنَّةِ مَا دَخَلْتُ الْجَنَّةَ قَطُّ إِلَّا سَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي» . قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا أَذَّنْتُ قَطُّ إِلَّا صَلَّيْتُ رَكْعَتَيْنِ وَمَا أَصَابَنِي حَدَثٌ قَطُّ إِلَّا تَوَضَّأْتُ عِنْدَهُ وَرَأَيْتُ أَنَّ لِلَّهِ عَلَيَّ رَكْعَتَيْنِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِهِمَا» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
পূর্বের এক হাদীসে একটি নামাযের এবং এ হাদীসে দুইটি নামাযের কথা বলা হইয়াছে। সম্ভবত প্রথমে তিনি একটির কথাই প্রকাশ করিয়াছিলেন, অথবা পরবর্তী কোন বর্ণনাকারী ইহা বলিতে ভুলিয়া গিয়াছেন।
