মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩২৫
৩৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নফল সালাত
১৩২৫। হযরত হুযায়ফা (রাঃ) বলেন, যখন কোন বিষয় নবী করীম (ﷺ)-কে চিন্তিত করিত, তখন তিনি (কিছু নফল) নামায পড়িতেন (এবং উহার উসীলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করিতেন)। – আবু দাউদ
وَعَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ صَلَّى. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

কোরআনে রহিয়াছে, وَٱسْتَعِينُواْ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ "বিপদে সাহায্য গ্রহণ কর ধৈর্য ও নামাযের সাহায্যে,” হুযূরের আমল এই নির্দেশেরই বাস্তবায়ন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান