মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩২০
- নামাযের অধ্যায়
৩৮. তৃতীয় অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্‌তের সালাত
১৩২০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যোহার নামায পড়া আরম্ভ করিতেন, যাহাতে আমরা মনে করিতাম যে, তিনি আর উহা ছাড়িবেন না। আবার উহা ছাড়িয়া দিতেন, যাহাতে আমরা মনে করিতাম যে, তিনি আর উহা কখনও পড়িবেন না। -তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى حَتَّى نَقُولَ: لَا يَدَعُهَا وَيَدَعُهَا حَتَّى نَقُولَ: لَا يُصليهَا. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

এ কারণে কাহারও মতে ইহা মধ্যে মধ্যে ছাড়িয়া দেওয়া সুন্নত আর কাহারও কাহারও মতে এখন আমাদের পক্ষে সর্বদা পড়া মোস্তাহাব। ফরয হইয়া যাওয়ার আশংকায়ই হুযূর (ﷺ) মধ্যে মধ্যে ছাড়িয়া দিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩২০ | মুসলিম বাংলা