মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩২১
৩৮. তৃতীয় অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্তের সালাত
১৩২১। তাবেয়ী মোআররেক ইজলী বলেন, আমি হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমরকে জিজ্ঞাসা করিলাম, আপনি কি যোহার নামায পড়িয়া থাকেন ? তিনি বলিলেন, না। আমি পুনঃ জিজ্ঞাসা করিলাম, তবে হযরত ওমর (রাঃ) পড়িতেন কি? তিনি বলিলেন, তিনিও না। আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম, তবে হযরত আবু বকর (রাঃ)? তিনি বলিলেন, তিনিও না। অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম, তবে নবী করীম (ﷺ) ? তিনি উত্তর করিলেন, আমি মনে করি তিনিও না। —বোখারী
وَعَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ قَالَ: قُلْتُ لِابْنِ عُمَرَ: تُصَلِّي الضُّحَى؟ قَالَ: لَا. قُلْتُ: فَعُمَرُ؟ قَالَ: لَا. قُلْتُ: فَأَبُو بَكْرٍ؟ قَالَ: لَا. قُلْتُ: فَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: لَا إخَاله. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইবনে ওমরের কথার অর্থ হইল, তাঁহারা কেহই ইহা নিয়মিতভাবে সর্বদা পড়েন নাই। মোটের উপর নবী করীম (ﷺ) যে উহা পড়িয়াছেন তাহাতে কোন সন্দেহ নাই ।
