মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩১৯
৩৮. তৃতীয় অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্‌তের সালাত
১৩১৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি যোহার নামায আট রাকআত পড়িতেন, অতঃপর বলিতেন, যদি এ সময় আমার পিতা-মাতা জিন্দা হইয়াও আমার নিকট আসেন (তাঁহাদের দেখিবার জন্যও) আমি উহা ছাড়িব না। — মালেক
وَعَنْ عَائِشَةَ أَنَّهَا كَانَتْ تُصَلِّي الضُّحَى ثَمَانِي رَكَعَاتٍ ثُمَّ تَقُولُ: «لَوْ نُشِرَ لِي أَبَوَايَ مَا تركتهَا» . رَوَاهُ مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩১৯ | মুসলিম বাংলা