মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৮৭
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৮৭। হযরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বিতিরের পর দুই রাকআত নামায পড়িতেন বসিয়া, যাহাতে সূরা ইযা যুলযিলাত ও কুল ইয়া আইয়্যুহাল কাফেরূন পড়িতেন। — আহমদ
وَعَنْ أَبِي أُمَامَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّيهِمَا بَعْدَ الْوِتْرِ وَهُوَ جَالس يقْرَأ فيهمَا (إِذا زلزلت)

و (قل يَا أَيهَا الْكَافِرُونَ)

رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৮৭ | মুসলিম বাংলা