মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৮৬
- নামাযের অধ্যায়
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৮৬। হযরত সওবান (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ এই রাত্রি জাগরণ কষ্টসাধ্য ও ভারী ব্যাপার। অতএব, তোমাদের কেহ যখন বিতির পড়িবে তখন দুই রাকআত (নফল) পড়িয়া লইবে। অতঃপর যদি রাত্রিতে উঠিতে পারিল, তবে তো ভাল কথা। অন্যথায় এই দুই রাকআত তাহার (রাত্রির নামাযের) পক্ষে যথেষ্ট হইবে। —দারেমী
كتاب الصلاة
وَعَنْ ثَوْبَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ هَذَا السَّهَرَ جُهْدٌ وَثِقَلٌ فَإِذَا أَوْتَرَ أَحَدُكُمْ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ فَإِنْ قَامَ مِنَ اللَّيْلِ وَإِلَّا كَانَتَا لَهُ» . رَوَاهُ الدَّارِمِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান