মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৮৫
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৮৫। হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক রাকআত বিতির পড়িতেন। অতঃপর দুই রাকআত (নফল) পড়িতেন, যাহাতে কেরাআত পড়িতেন বসিয়া; কিন্তু যখন রুকুর ইচ্ছা করিতেন দাঁড়াইয়া যাইতেন এবং (কিছু কেরাআত পড়িয়া) রুকূ করিতেন। —ইবনে মাজাহ্
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِوَاحِدَةٍ ثُمَّ يَرْكَعُ رَكْعَتَيْنِ يَقْرَأُ فِيهِمَا وَهُوَ جَالِسٌ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ. رَوَاهُ ابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৮৫ | মুসলিম বাংলা