মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৮৪
- নামাযের অধ্যায়
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৮৪। উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বিতিরের পর দুই রাকআত নামায পড়িতেন। – তিরমিযী
কিন্তু ইবনে মাজাহ্ অধিক বর্ণনা করিয়াছেন, সংক্ষিপ্ত এবং বসিয়া (পড়িতেন)।
কিন্তু ইবনে মাজাহ্ অধিক বর্ণনা করিয়াছেন, সংক্ষিপ্ত এবং বসিয়া (পড়িতেন)।
كتاب الصلاة
وَعَنْ أُمُّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يُصَلِّي بَعْدَ الْوِتْرِ رَكْعَتَيْنِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَزَادَ ابْنُ مَاجَه: خفيفتين وَهُوَ جَالس
হাদীসের ব্যাখ্যা:
বিতিরের পর দুই রাকআত নফল পড়ার কোন হাদীসকে ইমাম মালেক (রঃ) সহীহ্ মনে করেন না। ইমাম আহমদ বলেন, “আমি ইহা পড়িও না এবং কাহাকে নিষেধও করি না।" কিন্তু অন্যান্য ইমাম ও আলেমগণ ইহা জায়েয মনে করেন।