মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৮৩
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৮৩। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) শেষকালে বসিয়া (নফল নামায) পড়িতেন এবং উহার কেরাআতও বসিয়া পড়িতেন। যখন তাঁহার কেরাআতের ত্রিশ কি চল্লিশ আয়াত অবশিষ্ট থাকিত, তিনি দাঁড়াইয়া যাইতেন এবং দাঁড়াইয়া কেরাআত পড়িতেন। অতঃপর রুকূ করিতেন, তৎপর সজদায় যাইতেন। অতঃপর দ্বিতীয় রাকআতেও ইহার অনুরূপ করিতেন। — মুসলিম
وَعَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي جَالِسًا فَيَقْرَأُ وَهُوَ جَالِسٌ فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ قَدْرُ مَا يَكُونُ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ وَقَرَأَ وَهُوَ قَائِمٌ ثُمَّ رَكَعَ ثُمَّ سَجَدَ ثُمَّ يَفْعَلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
নফল নামাযের দীর্ঘ কেরাআতে আবশ্যকবোধে এইরূপ করা জায়েয আছে।
