মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬৯
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৬৯। তাবেয়ী হযরত আব্দুল আযীয ইবনে জোরাইজ (রাঃ) বলেন, একদা হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন্ সূরা দ্বারা বিতির নামায পড়িতেন? আয়েশা বলিলেন, তিনি প্রথম রাকআতে সূরা সাব্বিহিমা রাব্বিকাল আ'লা', দ্বিতীয় রাকআতে ‘সূরা কাফেরূন' এবং তৃতীয় রাকআতে সূরা এখলাস, ফালাক ও নাস পড়িতেন। —তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ قَالَ: سَأَلْنَا عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا بِأَيِّ شَيْءٍ كَانَ يُوتِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: كَانَ يَقْرَأُ فِي الْأُولَى بِ (سَبِّحِ اسْم رَبك الْأَعْلَى)

وَفِي الثَّانِيَةِ بِ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ)

وَفَى الثَّالِثَةِ بِ (قُلْ هُوَ اللَّهُ أحد)

والمعوذتين وَرَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৬৯ | মুসলিম বাংলা