মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৭০
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৭০। কিন্তু নাসায়ী ইহা আব্দুর রহমান ইবনে আবযা হইতে বর্ণনা করেছেন।
وَرَوَاهُ النَّسَائِيُّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى

হাদীসের ব্যাখ্যা:

কোন নামায কোন খাস সূরা দ্বারা পড়া জরুরী নহে। অবশ্য হুযূর (ﷺ) যে যে সূরা দ্বারা পড়িয়াছেন তাহা দ্বারা পড়া মোস্তাহাব। তবে কোন কোন সময় ইহা ছাড়িয়া দেওয়া ভাল, যাহাতে জরুরী না বুঝায়।
হযরত উবাই ও ইবনে আব্বাসের বর্ণনা অনুসারে ইমাম আবু হানীফা (রঃ) তৃতীয় রাকআতে শুধু সূরা এখলাস পড়িতেই বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৭০ | মুসলিম বাংলা