মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬৮
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৬৮। তাবেয়ী হযরত যায়দ ইবনে আসলাম [(রঃ) সাহাবীর মধ্যস্থতায়] বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি বিতির না পড়িয়া ঘুমাইয়াছে, সে যেন ফজরে উহা (কাযা) পড়ে। – তিরমিযী মুরসাল হিসাবে
وَعَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَامَ عَنْ وَتْرِهِ فَلْيُصَلِّ إِذَا أَصْبَحَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:

ইমামগণের মধ্যে যাঁহারা বিতিরকে সুন্নত বলেন, তাঁহারাও উহার কাযা পড়িতে বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৬৮ | মুসলিম বাংলা