মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬৭
- নামাযের অধ্যায়
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৬৭। হযরত খারেজা ইবনে হোযাফা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট আসিয়া বলিলেনঃ আল্লাহ্ তাআলা একটি নামায় দ্বারা তোমাদের সাহায্য করিয়াছেন, উহা তোমাদের জন্য লাল উট অপেক্ষাও উত্তম, তাহা হইল বিতির। আল্লাহ্ উহা তোমাদের জন্য এশা এবং ফজরের মধ্যবর্তী সময়ে নির্ধারণ করিয়াছেন। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الصلاة
وَعَن خَارِجَة بن حذافة قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: إِنَّ اللَّهَ أَمَدَّكُمْ بِصَلَاةٍ هِيَ خَيْرٌ لَكُمْ مِنْ حُمْرِ النِّعَمِ: الْوَتْرُ جَعَلَهُ اللَّهُ لَكُمْ فِيمَا بَيْنَ صَلَاةِ الْعِشَاءِ إِلَى أَنْ يَطْلُعَ الْفَجْرُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

লাল উট আরবদের অতি মূল্যবান সম্পদ। তাই উহার সহিত তুলনা করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান